প্রাকৃতিক সৌন্দর্যর এক অপূর্ব নীলাভূমি লৌহজং তেউটিয়া যেন সমস্ত সোন্দর্য উজার করে দিয়েছে বিধাতা। এই ইউনিয়ন যেন প্রকৃতির এক একটি নীল নিকেতন । যেদিকে তাকাই না কেন দেখা যায় সবুজ মাঠ,ফুল-ফলময় বৃক্ষ-তৃন-গুল্মশোভিত বনানীর মনোরম শোভা আর শস্য শ্যামল ক্ষেত্র । এই অপূর্ব সোন্দর্য দেখে কে না মুগ্ধ হয় ? কোথাও প্রকৃতির সবুজ অবগুন্ঠনের মধ্য হতে পক্ক শস্যেরন স্বর্ন সুন্দর মুখখানি বের হচ্ছে কোথোও দীর্ঘ বটকৃক্ষ মোন প্রন্তের মাঝে উর্ধ্ববাহু বাড়িয়ে নির্বাক দাড়িয়ে সুশীতল ছায়া দিয়ে পথিকের প্রান শীতল করে ।কুটিরঘেরো পল্লী গ্রাম মাঠে সবুজের সমারোহ দীঘির কালো জলে কেলিরত শুভ্র হসং-হংস সাতারকাটে। বাংলাদেশ নদীমাতৃক দেশ । নদীর বুকে সারি সারি ডিঙ্গী নৌকা,মাহাজনী নৌকা পাল তুলে এবং লঞ্চ স্টীমার গুলো ধূম্র উদগিরন করতে করতে ধাবিত হয়, তকন অপূর্ব শোভা দর্শের মন পুলকিত হয়ে ওঠে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস