লৌহজং তেউটিয়া ইউনিয়নে মোট ১৪ টি গ্রাম ছিল। বর্তমানে কোরহাটি, তেউটিয়া, পাটুলী, দুয়াল্লীর চর এবং ব্রাহ্মণগাঁও গ্রাম পদ্মা নদীগর্ভে বিলিন হয়ে গিয়েছে।
এছাড়া প্রত্যেকটি গ্রামের আংশিক নদী ভাঙ্গনের কবলে পড়েছে। নদী ভাঙ্গার পর দিঘলী, সংগ্রামবীর, ভোজগাঁও গ্রামগুলোর সম্পূর্ণ অংশ চরাঞ্চল এবং রাউৎগাঁও, পাইকারা, ঝাউটিয়া গ্রামগুলো কিছু অংশ চরাঞ্চলে রয়েছে।