Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Canals and Rivers

লৌহজং তেউটিয়া পদ্মা নদী ও খাল বেষ্টিত একটি ইউনিয়ন। পদ্মা নদী  ইউনিয়নটির প্রায় ৫টি গ্রাম দিয়ে প্রবাহীত হচ্ছে, আরও ছিল ৩টি বড় বড় খাল। যার মাধমে একসময় বড় বড় জাহাজ দিয়ে বিভিন্ন পন্য আমদনী ও রপ্তানী করা হতো। দিঘলী বাজার বন্দরের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ হওয়ার একমাত্র জলপথ ছিল এই পদ্মা নদী। এই নদীতে মাছ ধরে অনেক জেলেরা জীবীকা নির্বাহ করে থাকে। পদ্মা নদীর ইলিশ অত্যন্ত বিখ্যাত। প্রতিদিন পদ্মার পানিতে অনেক লোক গোসল করে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে পর্যটকরা পদ্মা নদীতে নৌকা/ট্রলার নিয়ে ভ্রমনে আসে। পড়ন্ত বিকেলের সুর্যাস্তের দৃশ্য ও নির্মল বাতাসে প্রতিদিনই এলাকা এবং এলাকার বাইরের অনেক লোক সারাদিনের ক্লান্তি কাটাতে ঘুরতে আসে। নদী ভাঙ্গন, অবৈধ জনবসতির দখল এবং ড্রেজিং এর আদলে তেমন কোন খালই এখন আর নেই।